ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ৩০% কোটা বহাল থাকবে: মোজাম্মেল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৫, ১৪ জুলাই ২০১৮ | আপডেট: ১৫:১৪, ১৪ জুলাই ২০১৮

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য চাকরিতে ৩০% কোটা বহাল থাকবে। মাননীয় প্রধানমন্ত্রী কাল এ ঘোষণা দিয়েছেন। আমিও এ কথার পুণরাবৃত্তি করছি এবং মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি।

আজ শনিবার রাজধানীর গুলিস্থান নাট্যমঞ্চে অনুষ্ঠিত মুক্তিযোদ্ধা প্রতিনিধি সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুক্তিযুদ্ধ মন্ত্রী বলেন, যারা মুক্তিযুদ্ধের বিরোধীতা করেছিল সেই জামায়াতের এদেশে রাজনীতি করার বা সুযোগ সুবিধা ভোগ করার কোনো অধিকার নেই।

সরকারের দৃষ্টি আকর্ষণ করে এই মন্ত্রী বলেন, এদেশে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। তাদের সব ধরনের সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে। তাদের সন্তানদের সরকারি চাকরীতে প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করতে হবে।

মন্ত্রী এ সময় আরও বলেন, যারা ধর্মের নামে জ্বালাও পোড়াও করেছে, মানুষ খুন করেছে তাদের বিচার নিশ্চিত করতে হবে। যদি ৪০ বছর পর এসে প্রধানমন্ত্রী যুদ্ধাপরাধীদের বিচার করতে পারে তাহলে যারা জ্বালাও পোড়াও করেছে তাদের বিচারও হতে পারবে। হওয়া সম্ভব।

মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধ মন্ত্রনালয়কে সরকারের দেওয়া নানা বরাদ্ধ ও সুযোগ সুবিধার বর্ণনা দিয়ে মোজাম্মেল হক বলেন, প্রধানমন্ত্রী মুক্তিযোদ্ধাদের প্রতি সহনশীল। তিনি মুক্তিযোদ্ধাদের দাবি দাওয়া সব সময় গুরুত্ব দেন। তাই সাম্প্রতিক সময়ে দেশের সব ঐতিহাসিক স্থান রক্ষার জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন।

সোহরাওয়ার্দী উদ্যানকে বিশেষ সংরক্ষণ ও স্থাপত্য নির্মাণের জন্য বরাদ্দ দিয়েছেন ৩০০ কোটি টাকা। অসুস্থ ও অসহায় মুক্তিযোদ্ধাদের চিকিৎসার জন্য বরাদ্দ করেছেন ২২ কোটি ৭৩ লাখ টাকা। বধ্যভূমির জন্য বরাদ্দ দিয়েছেন ৪ কোটি ৫৩ লক্ষ ২৭ হাজার টাকা। এছাড়া দেশের প্রথম রাজধানী মুজিবনগরকে সংরক্ষণের জন্য বরাদ্দ দিয়েছে ৫৯ কোটি টাকা।

মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন পরিষদ আয়োজিত মুক্তিযোদ্ধাদের প্রতিনিধি সভায় সভাপতিত্ব করেন নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান। মঞ্চে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আআ / এআর /


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি