ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

যশোরে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত তিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২২, ১৯ মে ২০১৮ | আপডেট: ০৯:২৩, ১৯ মে ২০১৮

যশোরের অভয়নগর উপজেলায় র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিন ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত ৩টা ২০ মিনিটে অভয়নগর উপজেলার বাগদাহ গ্রামের কদমতলা এলাকায় র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধ’ হয় বলে জানিয়েছে পুলিশ। পুলিশের ভাষ্য, নিহত ব্যক্তিরা ‘সন্ত্রাসী’ ছিলেন।

নিহত তিনজন হলেন- অভয়নগর উপজেলার নওয়াপাড়া গ্রামের কাদের আলী মোড়লের ছেলে আবুল কালাম (৪৭), একই গ্রামের আবদুল বারিক শেখের ছেলে হাবিবুর রহমান (৩৮) ও আবদুস সাত্তার কাঁসারীর ছেলে মিলন কাঁসারী (৪০)।

নিহত ব্যক্তিদের পরিবারের কারও সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

পুলিশ বলছে, গভীর রাতে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-৬) সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিনজন মারা যান। মরদেহ তিনটি অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে অভয়নগর থানায় নেওয়া হয়েছে।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গণি মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

শেখ গণি মিয়া বলেন, আজ শনিবার সকালে র‍্যাব তিনটি মরদেহ আমাদের কাছে হস্তান্তর করেছে। মরদেহ তিনটি এখন থানায় আছে। ময়নাতদন্তের জন্য মরদেহ তিনটি যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর জন্য প্রস্তুতি চলছে।

এসএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি