ঢাকা, রবিবার   ০৫ মে ২০২৪

লোম্বোকের ভূমিকম্প কেড়ে নিল আরও ১০ প্রাণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩৬, ২০ আগস্ট ২০১৮

ইন্দোনেশিয়ার পর্যটন নগরী লোম্বোকে নতুন করে আঘাত হানা ভূমিকম্পে ১০ জনের প্রাণহানি ঘটেছে। সোমবার দেশটির কর্তৃপক্ষ বলছে, শক্তিশালী ৬ দশমিক ৯ মাত্রার এই ভূমিকম্পে নিহত হয়েছে অন্তত ১০ জন। এর আগে রোববার দ্বীপটিতে শক্তিশালী ৬.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

মাত্র দুই সপ্তাহ আগে শক্তিশালী এক ভূমিকম্পে দেশটিতে ৫০০ জনের বেশি মানুষের প্রাণহানি ঘটে। রোববারের ওই ভূমিকম্পের ১২ ঘণ্টা না পেরোতেই আবারো শক্তিশালী কম্পন অনুভূত হয় লম্বকে। ভূমিকম্পের কারণে লম্বকের কিছু কিছু এলাকায় ভূমিধসের ঘটনা ঘটে। এতে ১০ জনের প্রাণহানির পাশাপাশি হাজার হাজার মানুষ বাস্ত্যুচুত হয়েছেন।

গত ৫ আগস্ট লোম্বোকে রিখটার স্কেলে ৬ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আগাত হানে। এতে ৪৬০ জনের বেশি মানুষের প্রাণহানির পাশাপাশি হাজার হাজার বাড়ি-ঘর, মসজিদ ও ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস হয়। হাজার দ্বীপের সমন্বয়ে ইন্দোনেশিয়া গঠিত।

২০০৪ সালে দেশটির পশ্চিমাঞ্চলের সুমাত্রা দ্বীপের উপকূলীয় অঞ্চলে ৯ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আঘাত হানে। এতে ভারত মহাসাগরীয় অঞ্চলে প্রায় ২ লাখ ২০ হাজার মানুষের প্রাণহানি ঘটে। এরমধ্যে শুধুমাত্র ইন্দোনেশিয়ায় মারা যায় ১ লাখ ৬৮ হাজার মানুষ।

এমজে/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি