ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

শিক্ষার্থীদের পিঠের উপর হাঁটা চেয়ারম্যানের জামিন বাতিল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২২, ১৯ জুলাই ২০১৭ | আপডেট: ১১:০২, ২১ জুলাই ২০১৭

স্কুলে মানবসেতু তৈরি করে শিক্ষার্থীদের পিঠের ওপর দিয়ে হাঁটার মামলায় চাঁদপুরের হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারীর জামিন বাতিল করেছেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে আগামী চার সপ্তাহের মধ্যে চাঁদপুরের মুখ্য বিচারিক হাকিমের (নিম্ন) আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার জামিন বাতিলের বিষয়ে করা আবেদনের শুনানি শেষে বিচারপতি সহিদুল করিম ও বিচারপতি এম ইনায়েতুর রহিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন।

এই রায়ের ফলে নূর হোসেন চেয়ারম্যানকে বিচারের সম্মুখীন হতে হবে বলে জানিয়েছেন আইনজীবী শাহরিয়ার কবির।

আদালতে আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী শাহরিয়ার কবির। আর চেয়ারম্যানের পক্ষে ছিলেন আইনজীবী শ ম রেজাউল করিম।

মামলার বিবরণে জানা যায়, চলতি বছরের ৩০ জানুয়ারি নূর হোসেন পাটোয়ারী চাঁদপুরের হাইমচর উপজেলার নীলকমল ওছমানিয়া উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে শিক্ষার্থীদের তৈরি মানবসেতুর ওপর দিয়ে হেঁটে যান। এ ঘটনার পরের দিন এক অভিভাবক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারীসহ পাঁচজনের বিরুদ্ধে হাইমচর থানায় মামলা করেন।

ওই মামলায় ২৯ মার্চ চাঁদপুরের শিশু আদালত চেয়ারম্যানের জামিন মঞ্জুর করলে ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদনটি করা হয়। শুনানি শেষে ২৫ এপ্রিল হাইকোর্ট রুলসহ আদেশ দেন।

রুলে ওই চেয়ারম্যানের জামিন কেন বাতিল হবে না, তা জানতে চাওয়া হয়। পাশাপাশি কোন কর্তৃত্ববলে চাঁদপুর শিশু আদালতের বিচারক ওই চেয়ারম্যানকে জামিন দিয়েছেন, সে বিষয়ে বিচারকের ব্যাখ্যা জানতে চাওয়া হয়। পাশাপাশি জেলা প্রশাসক, উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়। এই রুলের ওপর গতকাল শুনানি শেষে আদালত আজ রায় দেন।

আর/ডব্লিউএন


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি