ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

শুল্ক কমানোর ঘোষণায় ভারত থেকে বিপুল পরিমান চাল আসতে শুরু করেছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০৪, ২১ জুন ২০১৭ | আপডেট: ১৯:৪০, ২১ জুন ২০১৭

চাল আমদানীতে সরকার শুল্ক কমানোর ঘোষনা দেয়ায় ভারত থেকে বিপুল পরিমান চাল আসতে শুরু করেছে। এই চাল বাজারে প্রবেশ করলে দ্রুত দাম কমার আশা করা হচ্ছে। তবে কাষ্টমস কর্তৃপক্ষের কাছে কোন নির্দেশনা না থাকায় চাল ছাড় করাতে পারছেন না বলে জানালেন আমদানীকারকরা। 

বেশ কিছুদিন ধরেই চালের বাজার অস্থির । অকাল বন্যায হাওর অঞ্চলের ফসল তলিয়ে যাওয়ায় দাম বাড়তে থাকে দফায় দফায়। আমদানী শুল্ক বেশী থাকায় সরকারী ও বেসরকারী খাতে বিদেশ থেকে চাল আমদানী হোচট খায়।

এমন পরিস্থিতিতে মঙ্গলবার চাল আমদানীর উপড় ২৮ শতাংশ থেকে শুল্ক কমিয়ে ১০ শতাংশ করার কথা জানান বানিজ্যমন্ত্রী।

এরই মধ্যে আমদানীর ক্ষেত্রে সরকারী ঘোষনার প্রভাব পড়তে শুরু করেছে। দিনাজপুরের হিলি স্থল বন্দর দিয়ে চাল আনা শুরু করেছেন আমদানীকারকরা। তারা জানান, বন্দরে প্রায় ২ শতাধিক চাল বোঝাই ট্রাক ছাড়ের অপেক্ষায় আছে। ভারতের গোডাউনে বোঝাই করা হয়েছে আরো কয়েকশ ট্রাক ।

ব্যবসায়ীরা আশা করছেন এই কম শুল্কে চাল বাজারে আসলে চালের দাম কমে আসবে। তবে কাষ্টমস কতৃপক্ষের কাছে কোন নির্দেশনা না আশায় চ্ল ছাড় করতে পারছেন না আমদানীকারকরা।

এদিকে ভারত থেকে চাল ও পেয়াজ আমদানী বাড়ার কারনে হিলি চেকপোষ্ট থেকে পানামা পোর্টের গেইট পর্যন্ত সৃষ্টি হচ্ছে যানজট।

 

 

 

 

 

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি