ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

সংসদ অধিবেশন বসছে ১০ সেপ্টেম্বর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০৮, ২২ আগস্ট ২০১৭ | আপডেট: ১৮:০৪, ২৩ আগস্ট ২০১৭

একাদশ জাতীয় সংসদের সপ্তদশ অধিবেশন বসছে আগামী ১০ সেপ্টেম্বর। ওই দিন বিকেল পাঁচটায় অধিবেশন শুরু হবে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জাতীয় সংসদের এ অধিবেশন আহ্বান করেছেন।

আজ মঙ্গলবার জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

সংসদের এই অধিবেশনে সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় ও পর্যবেক্ষণ নিয়ে আলোচনা হতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল সোমবার বলেছেন, তাঁরা রায় আরও ভালোভাবে পড়ছেন, রায় নিয়ে সংসদে আলোচনা হবে। এর আগে এই ষোড়শ সংশোধনী বাতিলের সংক্ষিপ্ত রায় প্রকাশের পরও উত্তপ্ত হয়েছিল সংসদ। বাজেট অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে ১০ জন সদস্য এই রায়ের সমালোচনা করেছিলেন।

ডব্লিউএন


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি