ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

সমাজতন্ত্র জিইয়ে রাখতে কিউবায় সফর মাদুরোর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩০, ২১ এপ্রিল ২০১৮

কিউবার নতুন প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-কানেলের সঙ্গে সাক্ষাৎ করতে শুক্রবার হাভানায় পৌঁছেছেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। দুই সমাজতন্ত্রীপন্থী দেশের নেতাই সমাজতন্ত্র জিইয়ে রাখতে আলোচনা করবেন বলে জানা গেছে।

এদিকে কিউবার বিমানবন্দরে পৌঁছামাত্রই দেশটির পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগেজ মাদুরোকে স্বাগত জানান। প্রসঙ্গত, ক্যাস্ট্রো পরিবারের কয়েক দশকের শাসনের অবসান এবং দলের দীর্ঘদিনের অনুগত দিয়াজ-কানেল প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার মাত্র একদিন পর মাদুরো দ্রুত এ সফরে গেলেন।

উল্লেখ্য, তেল সমৃদ্ধ দেশ ভেনিজুয়েলায় কর্মরত কিউবার চিকিত্সকদের সহযোগিতার বিনিময়ে দেশটির কম মূল্যের জ্বালানি তেলের ওপর হাভানা ব্যাপকভাবে নির্ভরশীল।

সূত্র: নিউইয়র্ক পোস্ট
এমজে/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি