ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

সু চির সম্মান কেড়ে নিয়েছে অক্সফোর্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৮, ২৮ নভেম্বর ২০১৭ | আপডেট: ১৩:৫৪, ২৮ নভেম্বর ২০১৭

অং সান সুচিকে ১৯৯৭ সালে দেওয়া `ফ্রিডম অব দি সিটি` নামের পুরস্কারটি অবশেষে প্রত্যাহার করেছে অক্সফোর্ড শহরের নগর কাউন্সিল। গত অক্টোবরে তার এ সম্মান প্রত্যাহারের পক্ষে ভোট দেয় কাউন্সিল।

নগর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, রোহিঙ্গা মুসলিমদের প্রতি মিয়ানমারের নেত্রী অং সান সুচি যে আচরণ করছেন, তাতে তিনি আর `ফ্রিডম অব দি সিটি` নামের পুরস্কারটি পাওয়ার যোগ্য নন। তাই ব্রিটেনের অক্সফোর্ড শহরের নগর কাউন্সিল যে সম্মান দিয়েছিলো, তা প্রত্যাহার করে নিয়েছে।

অক্সফোর্ড শহরের সঙ্গে জড়িয়ে আছে নোবেল শান্তি বিজয়ী অং সান সুচির নাম। কারণ তিনি পড়াশোনা করেছিলেন সেখানেই।

মিয়ানমার সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকার সময়ে বছরের পর বছর গৃহবন্দী ছিলেন সুচি। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সোচ্চার থাকতে দেখা গেছে তাকে। কিন্তু দেশটিতে রোহিঙ্গা মুসলমানদের নিপীড়নের সময় সু চির ভূমিকায় অবাক হয়েছেন অনেক বিশ্ব নেতারা। এই নির্যাতনের নিন্দা জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

সুচি পড়াশোনা করেছিলেন সেন্ট হাগ`স কলেজ। তার এরকম ভূমিকার কারণে সেখান থেকে তার ছবিও সরিয়ে ফেলা হয়েছে।

সূত্র: বিবিসি

একে// এআর


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি