ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

১৭ জন শিক্ষক একজন পরীক্ষার্থী তবুও ফেল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১৩, ২০ জুলাই ২০১৮ | আপডেট: ১৯:২৫, ২০ জুলাই ২০১৮

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় হাজী নূরুল ইসলাম কলেজ শিক্ষকের সংখ্যা ১৭ জন। এ বছর এ কলেজ থেকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় একজন মাত্র পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। তবুও অকৃতকার্য সেই শিক্ষার্থী।

গতকাল বৃহস্পতিবার ফল প্রকাশ হলে দেখা দেখা যায়, এবছর মিরপুর উপজেলায় এইচএসসি সাধারণ শাখা থেকে ১৩টি কলেজের ১ হাজার ৬৩৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ৯৭৮ জন পাস করেছেন। গড় পাসের হার ৫৮.৬৩ শতাংশ।

এ বিষয়ে হাজী নূরুল ইসলাম কলেজের অধ্যক্ষ শরিফুল ইসলাম বলেন, ২০০০ সালে কলেজটি প্রতিষ্ঠিত হয়েছে। এখানে বর্তমানে তিনিসহ ১৭ জন শিক্ষক রয়েছেন। গত বছর এইচএসসি পরীক্ষায় দুজন অংশ নিয়ে একজন পাস করেছিলেন। এবছর একজন পরীক্ষার্থী অংশ নেন। তিনি ফেল করেছেন।

কলেজটিতে সরকারি কোনো সুযোগ-সুবিধা নেই জানিয়ে অধ্যক্ষ বললেন, কলেজে উচ্চমাধ্যমিকে বর্তমানে ১৭ জন শিক্ষার্থী পড়াশোনা করছে।

 টিআর/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি