ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

২০ আগস্ট থেকে লঞ্চের অগ্রিম টিকিট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০২, ১৭ আগস্ট ২০১৭ | আপডেট: ১৭:৩৪, ১৮ আগস্ট ২০১৭

আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে লঞ্চের অগ্রিম টিকিট ২০ আগস্ট থেকে দেওয়া হবে। ঢাকা নদীবন্দর সদরঘাট টার্মিনালের নতুন ভবনের টিকিট কাউন্টার থেকে অগ্রিম টিকিট বিক্রি করতে হবে। ২৭ আগস্ট থেকে বিশেষ লঞ্চ সার্ভিস চলাচল করবে।

আজ বৃহস্পতিবার বিকেলে সদরঘাট টার্মিনালের সভাকক্ষে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সমন্বয় প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর মোজাম্মেল হক বলেন, ২০ আগস্ট থেকে সদরঘাট টার্মিনালে নতুন ভবনে নির্মিত লঞ্চের টিকিট কাউন্টার থেকে অগ্রিম টিকিট বিক্রি করতে হবে। এর ব্যতিক্রম ঘটলে তার দায় লঞ্চের মালিকদের নিতে হবে। প্রতিটি লঞ্চে সার্ভেয়ার রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ নিয়মমাফিক রাখতে হবে। দক্ষ মাস্টার ও চালকের উপস্থিতি নিশ্চিত করতে হবে এবং তাঁদের ইউনিফর্ম পরতে হবে। বন্যার ও আবহাওয়া পূর্বাভাস অনুসরণ করে সতর্কতার সঙ্গে লঞ্চ চলাচল করতে হবে।

যাত্রী হয়রানি রোধ ও যাত্রীসেবা নিশ্চিত করার উপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, প্রতিদিন সদরঘাট দিয়ে প্রায় ৬০ হাজার লোক যাতায়াত করে। কিন্তু ঈদের সময় প্রায় ২০ লাখ লোক এই পথে যাতায়াত করে। তাই যাত্রীদের হয়রানি রোধ ও নিরাপত্তা নিশ্চিত করতে সবার সহযোগিতা দরকার।

ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান বলেন, ২৮ আগস্ট থেকে ঈদের পরবর্তী সাত দিন পর্যন্ত দিনে ও রাতে মালবাহী জাহাজ, কার্গো ও বাল্কহেড চলাচল করতে পারবে না। এ ছাড়া লঞ্চে ও ছাদে অতিরিক্ত যাত্রী বহন করতে দেওয়া হবে না এবং মাঝনদী থেকে খেয়া নৌকাযোগে কোনো অবস্থাতেই লঞ্চের যাত্রীদের উঠতে দেওয়া যাবে না।

ডব্লিউএন


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি