ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

অতিরিক্ত যাত্রী বহনের দায়ে টেকনাফ-সেন্টমার্টিন নৌ-রুটে চলাচলকারী পর্যটকবাহী জাহাজকে জরিমানা

প্রকাশিত : ১৮:০০, ২৫ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৮:০০, ২৫ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

অতিরিক্ত যাত্রী বহনের দায়ে টেকনাফ-সেন্টমার্টিন নৌ-রুটে চলাচলকারী পর্যটকবাহী জাহাজ এলসিটি কুতুবদিয়াকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সকালে দমদমিয়া জাহাজ ঘাটে টেকনাফের নির্বাহী ম্যাজিস্ট্রেট তুষার আহমেদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। তিনি জানান, পর্যটকবাহী জাহাজগুলো ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী বহন করার অভিযোগ নিত্যদিনের। ঝ্ধুসঢ়;ঁকিপূর্ণ এ কাজ ছাড়তে বার বার সতর্ক করা হয়েছে। ঘাটে তল্লাশি চালাতে গিয়ে এলসিটি কুতুবদিয়ায় অতিরিক্ত অর্ধশতাধিক যাত্রী বহনের প্রমাণ পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি