ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

অপ্রাপ্তবয়স্ক মেয়ের বিয়ে দিতে পারার বিশেষ বিধান বাতিল চেয়েছে বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র

প্রকাশিত : ১৬:১৯, ১৪ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৬:১৯, ১৪ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

বিশেষ ক্ষেত্রে এবং মা-বাবার সম্মতিতে অপ্রাপ্তবয়স্ক  মেয়ের বিয়ে দিতে পারার বিশেষ বিধান বাতিল চেয়েছে বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র। সকালে ঢাকা রিপোটার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবী জানায় বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র। এসময় বক্তরা বলেন, বাল্যবিবাহ নারীর মানবধিকারের চরম লংঘন। বাল্যবিবাহের ফলে নারী শারীরিক,মানসিক এবং যৌন নির্যাতন হয় বলেও অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে। ২০২১ সরকার বাল্যবিবাহ ১০% নিচে নামিয়ে আনার যে ঘোষনা দিয়েছে তার সঙ্গেও এই আইন সাংঘর্ষিক বলে মন্তব্য করেন তারা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি