ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

অবিলম্বে ৯ম ওয়েজ বোর্ড ঘোষণার দাবি জানিয়েছেন বিএফইউজের সভাপতি

প্রকাশিত : ১৮:০৪, ৩১ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৮:০৪, ৩১ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

সংবাদপত্র ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিতকদের জন্যে অবিলম্বে ৯ম ওয়েজ বোর্ড ঘোষণার দাবি জানিয়েছেন, ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সভাপতি মনজুরুল আহসান বুলবুল। মঙ্গলবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে সমাবেশের আয়োজন করে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন-সিইউজে। এসময় তিনি আরো, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বার বার নির্দেশনা দেয়া সত্বেও রহস্যজনক কারণে ওয়েজ বোর্ড গঠন করা হচ্ছে না। আইন আনুযায়ী সাংবাদিকদের জন্য ওয়েজ বোর্ড ঘোষণা না করা পর্যন্ত সাংবাদিকরা ঘরে ফিরে যাবে না। তিনি সাংবাদিক নির্যাতন বন্ধসহ জাতীয় সংসদের সাংবাদিকদের বিরুদ্ধে বিষেদাগার না করারও দাবি জানান।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি