ঢাকা, শনিবার   ১৭ মে ২০২৫

অস্ট্রেলিয়াকে ৩১ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা

প্রকাশিত : ১৮:১২, ১৩ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৮:১২, ১৩ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডে ম্যাচে অস্ট্রেলিয়াকে ৩১ রানে হারিয়ে হোয়াইট ওয়াশ করলো দক্ষিণ আফ্রিকা। জয়ের জন্য ৩২৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৯৬ রানে থেমে যায় অজিদের ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ ১৭৩ রান করেও দলের হার এড়াতে পারেননি ডেভিড ওয়ার্নার। ১৩৬ বলের ইনিংসে ২৪টি চার মেরেছেন ওয়ার্নার। এর আগে প্রথমে ব্যাট করতে নেমে রুশোর সেঞ্চুরির ওপর ভর করে ৮ উইকেটে ৩২৭ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। রুশো করেন ১২২ রান। ১১৮ বলে ১৪টি চার আর ২টি ছয়ের মার ছিলো রুশোর ইনিংসে। অস্ট্রেলিয়ার পক্ষে ট্রেমেইন ও জো ম্যানি নিয়েছেন ৩টি করে উইকেট।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি