ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

আইনের চোখে সবাই সমান: দুদক চেয়ারম্যান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৬, ৮ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ২১:২৮, ৮ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, আইনের চোখে সবাই সমান। তাই আমাদের সবার উচিৎ আইনকে মেনে চলা। শ্রদ্ধা করা।

দুর্নীতি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে আদালতের পাঁচ বছরের রায়ের পর সাংবাদিকরা তাঁর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি এ কথা বলেন।

ইকবাল মাহমুদ তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, আইন তার নিজস্ব গতিতে চলে। এখানে যে রায় দেওয়া হয়েছে সেটি মেনে চলা উচিৎ। কারন আইন সবাইকে সমানভাবে বিবেচনা করে।

এর আগে দুপুর ২টার দিকে ঢাকার বকশীবাজারে স্থাপিত বিশেষ আদালতের বিচারক ড. মো. আখতারুজ্জামান এ রায় দেন। মোট ৬৩২ পৃষ্ঠার রায়ের বিশেষ অংশ পাঠ করেন বিচারক। এ সময় উপস্থিত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, মাগুরার সাবেক সংসদ সদস্য কাজী সলিমুল হক কামাল ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ।

রায় ঘোষণার পর পরই কড়া নিরাপত্তার মধ্যে সাবেক এ প্রধানমন্ত্রীকে পুরান ঢাকার কারাগারে নিয়ে যাওয়া হয়।

এসি/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি