ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

শেয়ার কারসাজি

আইসিবির সাবেক কর্মকর্তাসহ ৩ জন গ্রেফতার 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০৯, ৩০ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

শেয়ারবাজার কেলেঙ্কারির অভিযোগে আইসিবি’র তিন জনকে গ্রেফতার করা হয়েছে। ৩ কোটি সাত লাখ টাকা আত্মসাতের অভিযোগে ইনভেস্টম্যান্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) সাবেক উপ নির্বাহী প্রধান টিপু সুলতান ফরায়েজীসহ ৩ জনকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।  

বৃহস্পতিবার (৩০ আগস্ট) দুপুর একটার দিকে দুদকের সহকারী উপ পরিচালক গুলশান আনোয়ারের নেতৃতে একটি দল তাদের সেগুনবাগিচা এলাকা থেকে আটক করে।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শেয়ার কারসাজির মাধ্যমে বাজার থেকে ৩ কোটি সাত লাখ টাকা আত্মসাতের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা রয়েছে।

এসি 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি