ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

আওয়ামী লীগের কারও মনোনয়নই চূড়ান্ত হয়নি: কাদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪৩, ১৯ নভেম্বর ২০১৮ | আপডেট: ১৮:১৭, ১৯ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

ক্ষমতাসীন আওয়ামী লীগের দলীয় প্রার্থী মনোনয়ন এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ সোমবার (১৯নভেম্বর) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কার্যালয়ে বিকেল সাড়ে ৪ টায় জরুরি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জাবাবে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দাগি আসামিদের জড়ো করছে বিএনপি। তাদের উদ্দেশ্য ভাল না। তারা নির্বাচনী আচারণ বিধি লঙ্ঘন করছে। নির্বাচন কমিশনকে আইনি ব্যবস্থা নিতে দাবি জানাচ্ছি তিনি।

তিনি বলেন, জোটের প্রার্থী তালিকা চূড়ান্ত করতে আলোচনা চলছে। চুড়ান্ত হলে আনুষ্ঠানিক ঘোষণার করা হবে।

জানা গেছে, আওয়ামী লীগের মনোনয়ন চূড়ান্ত করতে ধারাবাহিক বৈঠক করেছেন দলের সংসদীয় বোর্ডের সদস্যরা। আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজস্ব দুটি জরিপ, দল পরিচালিত একটি এবং তিন সংস্থার রিপোর্টের ওপর ভিত্তি করেই চূড়ান্ত করা হবে।

 

 টিআর/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি