ঢাকা, শুক্রবার   ০৭ নভেম্বর ২০২৫

ফেনীতে এক মুদি দোকানে চুরি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:১০, ৬ নভেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

ফেনীতে দিনের বেলায় এক মুদি দোকানে চুরির ঘটনা ঘটেছে। ঘটে যাওয়া এই চুরির ঘটনাটি সিসি ক্যামেরায় ধরা পড়ে। রোববার (২ নভেম্বর) দুপুরে ঘটনাটি ফেনীর দাগনভূঁইয়া উপজেলার সিলোনীয়া বাজারে ঘটে বলে জানা যায়। 

চুরির ঘটনায় দোকানদার জানান, দোকানে কাস্টমারের ভিড়ের সুযোগে এক ব্যক্তি স্বাভাবিক ভঙ্গিতে দোকানের গোডাউনে প্রবেশ করে। হাতে থাকা ব্যাগে মূল্যবান পণ্য ভর্তি করে দ্রুত বেরিয়ে যায়। এর আগে তিনি দীর্ঘক্ষণ কাস্টমারের ভান করে সুযোগ খুঁজছিলেন। দোকানদারের ধারণা, চোরের সঙ্গে আরেকজন সহযোগী দোকানের সামনে অবস্থান করেছিল, যাতে নির্বিঘ্নে চুরি সম্পন্ন করা যায়।

রাতে স্টক মিলানোর সময় পণ্যের হিসাব মেলেনি দেখে দোকানদার সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করেন। তখনই পরিকল্পিত চুরির বিষয়টি স্পষ্ট হয়। দোকানদার জানান, তিনি এর আগে ওই ব্যক্তিকে কখনও দেখেননি। ধারণা করা হচ্ছে, এই চোর নিয়মিতভাবে বিভিন্ন বাজারে ঘুরে চুরি করে থাকে।

ঘটনায় প্রায় ৭০ থেকে ৮০ হাজার টাকার পণ্য চুরি হয়েছে বলে জানিয়েছেন দোকানদার। তিনি আরও জানান, সিসি ক্যামেরার ফুটেজের মাধ্যমে চোরকে শনাক্ত করে থানায় অভিযোগ দায়ের করবেন।

এমআর// 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি