ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা ও সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত আর নেই

প্রকাশিত : ১০:১৯, ৫ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৪:৪২, ৫ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

বর্ষীয়ান রাজনীতিবিদ, আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও জাতীয় সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত আর নেই। রাজধানীর ল্যাব এই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে মারা যান তিনি। বাংলাদেশের অন্যতম এ সংবিধান প্রণেতার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হঠাৎ অসুস্থ্য হয়ে পড়লে শুক্রবার রাজধানীর ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয় প্রবীন রাজনীতিবিদ সুরঞ্জিত সেনগুপ্তকে। শনিবার সন্ধ্যায় অবস্থার অবণতি হলে তাকে নেয়া হয় হাসপাতালের সিসিইউতে। লাইফ সাপোর্টে রাখা হয় তাঁকে। ভোরে সুরঞ্জিত সেনগুপ্ত শেষ বিদায় নেন বলে জানান তার ব্যক্তিগত সহকারী। বাংলাদেশের অন্যতম সংবিধান প্রণেতার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে নেমে আসে শোকের ছায়া। হাসপাতালে ছুটে যান দলীয় নেতাকর্মীরা। শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান ওবায়দুল কাদের। হাসপাতাল থেকে সুরঞ্জিতের মরদেহ নেয়া হয় জিগাতলার বাসভবনে। প্রিয়জনকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে ছুটে যান জাতীয় সংসদের স্পিকার, সংসদ সদস্য এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহ নেয়া হয় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে। শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ। বিকেলে মরদেহ নেয়া হবে তাঁর প্রিয় সংসদ ভবনে। সেখানে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল সুরঞ্জিত সেনগুপ্তের শেষকৃত্য হবে তার গ্রামের বাড়ি সুনামগঞ্জের দিরাইয়ে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি