ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

আওয়ামী লীগের মনোনয়ন পাননি যেসব তারকা  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৩, ২৬ নভেম্বর ২০১৮ | আপডেট: ১৬:৩৭, ২৬ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে রুপালি পর্দার বেশ কয়েকজন তারকা মনোনয়নপ্রত্যাশী ছিলেন। কিন্তু অনেকেই মনোনয়ন টিকিট হাতে পেলেও বাদ পড়েছেন অনেক তারকা।   

নির্বাচনে প্রার্থী হওয়ার আশায় মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন বেশ কয়েকজন তারকা। তাদের মধ্যে যারা মনোনয়নের চিঠি পাননি তারা হলেন- তথ্য প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম, অভিনেত্রী রোকেয়া প্রাচী, অভিনেত্রী শমী কায়সার, চিত্রনায়ক শাকিল খান, খলনায়ক মনোয়ার হোসেন ডিপজল, অভিনেতা সিদ্দিকুর রহমান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, চলচ্চিত্র পরিচালক মাসুদ পথিক ও গীতিকার সুজন হাজং।

আর মনোনয়ন দৌড়ে যারা এগিয়ে গেলেন, ইতমধ্যে মনোনয়নের চিঠি হাতে পেয়েছেন তারা হলেন- অভিনেতা আসাদুজ্জামান নূর, চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক, কণ্ঠশিল্পী মমতাজ বেগম, বাংলাদেশ ক্রিকেট দলের তারকা মাশরাফি বিন মুর্তজা, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয় ও সাবেক ফুটবল তারকা আবদুস সালাম মুর্শেদী।

এসি

  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি