ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

আকিফার মৃত্যু: আটক পরিবহনের মালিক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৫, ৯ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১৪:৫৯, ৯ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

কুষ্টিয়া শহরে বাসের ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে এক বছরের শিশু আকিফা খাতুনের মৃত্যু হয়। মর্মান্তিক এ ঘটনায় বাসের মালিককে ফরিদপুর থেকে আটক করেছে র‌্যাব।

র‌্যাব-৮ এর অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রইসউদ্দিন জানান, ফরিদপুর শহরের বাসা থেকে রোববার সকাল ৭টার দিকে ফয়সাল গঞ্জেরাজ পরিবহনের মালিক জয়নাল আবেদীনকে তারা গ্রেপ্তার করেন।

এ ঘটনায় আকিফার বাবা সবজি ব্যবসায়ী হারুনর রশিদ বৃহস্পতিবার রাতে ফয়সাল গঞ্জেরাজ পরিবহনের চালক সোনা মিয়া, তার সহকারী ইউনুস আলী মাস্টার এবং বাস মালিককে আসামি করে একটি মামলা দায়ের করেন।

র‌্যাব কর্মকর্তা রইসউদ্দিন বলেন, গোপনে খবর পেয়ে অভিযান চালিয়ে জয়নালকে আটক করা হয়েছে। বাকি দুই আসামিকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি