ঢাকা, সোমবার   ১৯ জানুয়ারি ২০২৬

আগাম ভোট চুরির পাঁয়তারা চলছে: লিপকন 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৯, ১৯ জানুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক (সদস্য সচিব) মাহফুজ উর রহমান লিপকন বলেছেন, আজকে ৫ই আগস্ট পরবর্তী সময়ে আমাদের নির্বাচন কমিশনের সামনে আগাম ভোট চুরির পাঁয়তারার অভিযোগে আন্দোলন করতে হচ্ছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।

আজ সোমবার নির্বাচন কমিশনের সামনে ছাত্রদলের ব্যানারে আন্দোলনে তিনি এ কথা বলেন। 

মাহফুজ উর রহমান লিপকন বলেন, এটা আমাদের জন্য দুঃখজনক, যে নির্বাচন কমিশন ও সরকারের জন্য লজ্জাজনক। যেখানে তিনশত আসনে এখন প্রার্থীই চূড়ান্ত হয় নাই, সেখানে আগেই পোস্টাল ব্যালট পেপার বিদেশে পাঠিয়েছে নির্বাচন কমিশন এবং একটা নাম্বার দিয়ে ৩ হাজার চার হাজার পর্যন্ত ব্যালট নিজেদের দখলে রেখে জামায়াত-শিবির ভোট চুরি করার চেষ্টা করছে সোশ্যাল মিডিয়ায় অলরেডি সেটা চলে আসছে। ’

তিনি বলেন, নির্বাচন কমিশনকে এর জবাব দিতে হবে। আর জামায়াত-শিবিরকে বলতে চাই, আওয়ামী লীগের সাথে ১৭ বছর ভোট চুরির ট্রেনিং নিয়ে এখন ভোট চুরির চেষ্টা করা হচ্ছে। তোমাদের কাছে, আমাদের পবিত্র ধর্ম ইসলাম যেমন নিরাপদ নয়, তেমনি আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশও নিরাপদ নয়।

লিপকন বলেন, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর এবং নির্বাচন কমিশন কর্তৃক সকল নির্বাচনের প্রচার প্রচারণা বন্ধ ঘোষণা করার পরও কিভাবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন করার পাঁয়তারা করা হয়, এই দায় কার? নির্বাচন কমিশনকে এই দায় নিতে হবে, ইউনূস সরকারকে এই দায় নিতে হবে। 

গতকাল রোববার থেকে তিন দাবির প্রেক্ষিতে নির্বাচন কমিশনের সামনে আন্দোলন করছে ছাত্রদল।  

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি