ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫

আজ আসছে চীনের পাঠানো চিকিৎসা সরঞ্জাম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩১, ২৬ মার্চ ২০২০

Ekushey Television Ltd.

আজ এসে পৌঁছাবে প্রাণঘাতী কোভিড-১৯ (করোনা ভাইরাস) মোকাবেলায় চীনের প্রতিশ্রুত চিকিৎসা সরঞ্জামাদি। 

গত মঙ্গলবার ঢাকার চীনা দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেইজের এক পোস্টে বলা হয়, ‘চীন সরকারের একটি বিশেষ বিমানে করে ১০ হাজার টেস্ট কিটস ও চিকিৎসকদের জন্য ১০ হাজার পিপিই (পার্সনাল প্রোটেকশন এক্যুইপমেন্ট) এবং ১ হাজার থার্মোমিটারসহ চিকিৎসা সরঞ্জামাদির দ্বিতীয় চালান ২৬ মার্চ ঢাকায় এসে পৌঁছাবে।’

১৭ মার্চ, ঢাকাস্থ চীনা দূতাবাস বাংলাদেশে বিপুল পরিমাণ টেস্ট কিটসসহ মহামারী মোকাবিলার জন্য জরুরি চিকিৎসা সরঞ্জামাদি দেওয়ার কথা ঢাকার সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানিয়েছিল।

চীনা দূতাবাসের কর্মকর্তা জানান, এর আগে সামরিক সরঞ্জামাদিও প্রথম চালান হিসেবে চীনা দূতাবাস বাংলাদেশ কর্তৃপক্ষে ৫শ’র বেশি কোভিক-১৯ টেস্ট কিটস হস্তান্তর করে।

উল্লেখ্য, এর আগে করোনা ভাইরাস মোকাবেলায় চীনকে বিভিন্ন ধরনের চিকিৎসা সামগ্রী দিয়েছে বাংলাদেশ। দেশে তৈরি এসব সামগ্রীর মধ্যে ছিল- হ্যান্ড গ্লাভস, ফেস মাস্ক, মাথার ক্যাপ, হ্যান্ড স্যানিটাইজার, সু কভার এবং গাউন।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি