ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আজ ঢাকা ছাড়ছেন জাপানিরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:১৬, ২ এপ্রিল ২০২০

Ekushey Television Ltd.

এবার বাংলাদেশ ছাড়ছেন আটকেপড়া জাপানের নাগরিকরা। করোনা ভাইরাসের মহামারীর মধ্যে বিশেষ ব্যবস্থায় একে একে নিজ দেশে বিদেশিদের ফেরার ধারাবাহিকতায় বাংলাদেশে অবস্থানরত জাপানিরা আজ বৃহস্পতিবার সকাল ১০টায় ঢাকা ত্যাগ করবেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোকাব্বির হোসেন জানিয়েছেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইট তাদের নিয়ে যাবে।

মোকাব্বির বলেন, অন্তত ৩২৫ জন জাপানি নাগরিক দেশে ফিরছেন। তাদের জন্য চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করেছে জাপান দূতাবাস।

এর আগে গত সোমবার কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে ঢাকা ছাড়েন ২৬৯ মার্কিন নাগরিক ও তাদের পোষা ৯টি কুকুর।

এর আগে বুধবার মধ্যরাতে মালয়েশিয়া থেকে আসা একটি এয়ারক্রাফটে তাদের দেশের ২২৫ জন নাগরিক ও পরদিন সকালে ভুটান সরকারের ব্যবস্থাপনায় একইভাবে তাদের দেশের ১৩৯ জন ফিরে যান।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি