ঢাকা, শুক্রবার   ১৬ মে ২০২৫

আজ বিশ্ব বসতি দিবস

প্রকাশিত : ১৩:০৮, ৩ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৩:০৮, ৩ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

দ্রুত বৃদ্ধি পাচ্ছে দেশের জনসংখ্যা, সেইসাথে বাড়ছে শহরমুখী মানুষের চাপ। এ’কারণে নিরাপদ ও পরিকল্পিত আবাসন ব্যবস্থা ভেঙ্গে পড়ছে বলে মনে করেন আবাসনখাত সংশ্লিষ্টরা। এমন বাস্তবতায় আজ সোমবার পালিত হচ্ছে বিশ্ব বসতি দিবস। এদিকে, দীর্ঘদিনের ভবন পুণ:নির্মাণ করা সম্ভব না হলে, সংস্কারের পরামর্শ দিয়েছে রাজউক। জাতিসংঘের সিদ্ধান্ত অনুযায়ি, ১৯৮৫ সাল থেকে অক্টোবর মাসের প্রথম সোমবার পালিত হয় বিশ্ব বসতি দিবস। এ’ বছরের প্রতিপাদ্য ‘গৃহায়ণই উন্নয়নের কেন্দ্র’। পৃথিবীর ঘনবসতিপূর্ণ দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান প্রথম সারিতে। যদিও আবাসন ব্যবস্থার সংকট কাটাতে এখন চেষ্টা চলছে পরিকল্পিত নগরায়নের। পরিকল্পিত ও সাশ্রয়ে আবাসন নিশ্চিত করতে রাজধানীর বিভিন্ন এলাকায় ৫০ হাজার ফ্ল্যাট নির্মাণের কথা জানিয়েছে রাজউক। জীবনমানের উন্নয়নে পরিকল্পিত আবাসনের তাগিদ দিয়েছেন সবাই।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি