ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

আজ শেরপুরের সূর্য্যদী গণহত্যা দিবস

প্রকাশিত : ১২:০৩, ২৪ নভেম্বর ২০১৬ | আপডেট: ১২:০৩, ২৪ নভেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

আজ শেরপুরের সূর্য্যদী গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই দিনে শেরপুর সদর উপজেলার সূর্য্যদী গ্রামে হানাদার বাহিনী হামলা চালিয়ে এক মুক্তিযোদ্ধাসহ ৪৯ জন নিরীহ গ্রামবাসী কে হত্যা করে। কামারিয়া ইউনিয়নের রাজাকারদের সহযোগীতায় এই হত্যাকান্ড সংগঠিত হয়। গ্রামে মুক্তিযোদ্ধা লুকিয়ে আছে এ খবর রাজাকাররা দিলে পাকিস্তানীরা গ্রামবাসীদের ওপর হামলা চালায়। আগুন দেয়া হয় ২০০ ঘরবাড়িতে। পরে পাশ্ববর্তী খুনুয়া চরপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা আফসার উদ্দিনকে ধান ক্ষেতে নিয়ে হত্যা করা হয়। একই সাথে হত্যা করা হয় ৪৯ নিরীহ গ্রামবাসীকে। তবে স্থানীয়দের ক্ষোভ স্বাধীনতার ৪৫ বছর পরও সূর্য্যদী গণহত্যার শহীদদের স্মরণে কোন স্মৃতিস্তম্ভ বা শহীদদের কবর পর্যন্ত চিহিৃত করা হয়নি। শহীদ মুক্তিযোদ্ধা আফসার আলীর বাড়িতে একটি স্মৃতিস্তম্ভ নির্মান করলেও সেটি পড়ে আছে অযতœ আর আবহেলায়।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি