ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫

আজ সিলেট থেকে ঐক্যফ্রন্টের প্রচার শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৫, ১২ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

সিলেট থেকে আজ বুধবার একাদশ জাতীয় নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করতে যাচ্ছে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট। এ জন্য ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা আজ দুপুরে বিমানযোগে সিলেটে যাচ্ছেন।
সিলেটে হজরত শাহ জালাল (র.) ও হজরত শাহ পরাণের (র.) মাজার এবং মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল এমএজি ওসমানীর কবর জিয়ারতের মধ্য দিয়ে তাদের প্রচার কাজ শুরু হবে। পরে দুপুর ২টায় নগরীর রেজিস্টারি মাঠে ঐক্যফ্রন্টের প্রথম নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথির বক্তৃতা করবেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।
ড. কামাল হোসেন ছাড়াও আজ সিলেট যাচ্ছেন জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি