ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

আত্মসমর্পণের পর সানির জামিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫২, ১৭ জুলাই ২০১৭ | আপডেট: ২০:২২, ১৮ জুলাই ২০১৭

Ekushey Television Ltd.

যৌতুকবিরোধী আইনে করা মামলায় জামিন পেয়েছেন জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানি। একইসঙ্গে নারী শিশু নির্যাতন দমন আইনে করা মামলায় তার জামিনের মেয়াদ বাড়িয়েছেন আদালত।

সোমবার বেলা ১১টার পরে তিনি ঢাকা মহানগর হাকিম জাকির হোসেন টিপুর আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেন। এর আগে রোববার আরাফাতের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। গ্রেফতারি পরোয়ানা জারির একদিনের মাথায় জামিন পান তিনি।

সানির আইনজীবী মুরাদুজ্জামান জানান, যৌতুকবিরোধী আইনে করা মামলায় আরাফাত সানি আত্মসমর্পণ করে জামিন নিয়েছেন। অন্যদিকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা মামলায়  জামিন আগামী ৭ আগস্ট পর্যন্ত বাড়িয়েছেন ঢাকার মহানগর দায়রা জজ আদালত।

প্রসঙ্গত, তার স্ত্রী দাবি করে এক তরুণী গত ৫ জানুয়ারি সানির বিরুদ্ধে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে মোহাম্মদপুর থানায় এই মামলা করেন। ২০ জানুয়ারি সানির স্ত্রী দাবি করে ওই তরুণী ২০ লাখ টাকা যৌতুক দাবির অভিযোগে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলা করেন। গত ১৯ জানুয়ারি সানিকে ঢাকার আমিনবাজার এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

//আর//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি