ঢাকা, শুক্রবার   ১৬ মে ২০২৫

আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল ১২ অক্টোবর পর্যন্ত

প্রকাশিত : ১৮:২০, ১ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৮:২০, ১ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

চট্টগ্রামের জামিয়াতুল ফালাহ জাতীয় মসজিদে সোমবার থেকে শুরু হচ্ছে ৩১তম আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল। ১০ দিনের এই মাহফিল চলবে ১২ অক্টোবর পর্যন্ত। শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ জালাল উদ্দিন আলকাদেরী। উপস্থিত ছিলেন মাহফিল পরিচালনা পরিষদের প্রধান উপদেষ্টা ও পিএইচপি গ্র“পের চেয়ারম্যান সূফি মুহাম্মদ মিজানুর রহমান। প্রতিদিন সন্ধ্যায় শুরু হয়ে মাহফিল চলবে রাত ১১টা পর্যন্ত। মাহফিলে দেশ বিদেশের ওলামা-মাশায়েখ, শিক্ষাবিদ, গবেষক ও ইসলামী চিন্তাবিদগণ তাশরীফ পেশ করবেন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি