ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

‘আন্তর্জাতিক সমর্থন পাচ্ছে না বিএনপি’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২১, ১ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ১৩:২৯, ১ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

লবিস্ট নিয়োগ দিয়ে লাখ লাখ ডলার খরচ করেও বিএনপি আন্তর্জাতিক সমর্থন পাচ্ছে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি গণতান্ত্রিকক্রমেই বন্ধুহীন হয়ে পড়েছে। শুধু পাকিস্তানের সঙ্গে তাদের বন্ধুত্ব অটুট রয়েছে।

আজ শনিবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি বুঝে গেছে তারা আগামী নির্বাচনে বিজয়ী হতে পারবে না। এ জন্য তারা বাকযুদ্ধ চালিয়ে যাচ্ছে।

বিএনপির নাশকতার পথে যেতে পারে এমন আশঙ্কা প্রকাশ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তবে আগামী নির্বাচনে জগাখিচুড়ি জাতীয় ঐক্যফন্টের বিরুদ্ধে ভোট বিপ্লব হবে বলে মনে করেন কাদের।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি