ঢাকা, রবিবার   ১১ মে ২০২৫

আরও ১ মামলায় গ্রেফতার সালমান-আনিসুল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৭, ২৯ সেপ্টেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার দেখানো হয়েছে। 

আজ রবিবার (২৯ সেপ্টেম্বর) তাদের কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা তাদের এ মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য আদালতে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল হক আবেদন মঞ্জুর করেন। তাদের আইনজীবীরা জামিন আবেদন করলেও আদালত তা নাকচ করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত ১৩ আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান ও আনিসুল হককে গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নিউমার্কেট এলাকার দোকান কর্মচারী শাহজাহান আলীকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় পরের দিন, ১৪ আগস্ট, ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ তাদের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়, গত ১৯ জুলাই বিকালে, নিউমার্কেট থানাধীন নীলক্ষেত এলাকায় পুলিশের গুলিতে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ নিহত হন। এই ঘটনায় তার শ্যালক আব্দুর রহমান বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৩০ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরু হয় দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক অসন্তোষ থেকে। বিশেষত সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা নিজেদের অধিকার আদায়ের লক্ষ্যে প্রতিবাদ ও আন্দোলন শুরু করেন। এই আন্দোলনের সময় রাজধানীর নিউমার্কেট এলাকায় সহিংস সংঘর্ষ হয়, যেখানে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ গুলিবিদ্ধ হয়ে মারা যান।

ওই সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের উপস্থিতি বৃদ্ধি করে এবং প্রতিবাদকারীদের ছত্রভঙ্গ করতে গুলি চালায়। এতে আব্দুল ওয়াদুদ নিহত হন, যা আন্দোলনকে আরো উস্কে দেয় এবং বিভিন্ন পক্ষ থেকে মামলার আবেদন করা হয়।

মামলার তদন্তে নেমে পুলিশ বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির সংশ্লিষ্টতা খুঁজে পায়, যার ফলে সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান ও আইনমন্ত্রী আনিসুল হকের নামও এ মামলায় উঠে আসে। তদন্তের পর, ১৩ আগস্ট তাদের গ্রেফতার করা হয়।

মামলাটি অত্যন্ত স্পর্শকাতর হিসেবে বিবেচিত হচ্ছে, কারণ এ ঘটনায় জড়িত ব্যক্তিরা সরকারে উচ্চপদস্থ এবং প্রভাবশালী। এ মামলার রায় ও বিচার প্রক্রিয়া রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে বড় প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি