ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

আসন বণ্টন নিয়ে মহাজোটের মধ্যে কোনো সমস্যা নেই : নাসিম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৯, ১৭ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ভালো-যোগ্য প্রার্থী পেলে মহাজোটের অন্য দলকে আসন ছাড়বে আওয়ামী লীগ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন বণ্টন নিয়ে মহাজোটে কোনো টানাপড়েন নেই। আজ শনিবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ১৪ দলের যৌথ সভা শেষে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, দেশের মুক্তিযুদ্ধের পক্ষের সব শক্তি আজ ঐক্যবদ্ধ। এই শক্তি ঐক্যবদ্ধ থেকেই নির্বাচনে অংশ নেবে। নির্বাচনে আমাদের বিজয় সুনিশ্চিত ইনশাল্লাহ।

এ সময় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের গাড়িতে আগুন দেওয়ার নিন্দা জানিয়ে নাসিম বলেন, নির্বাচন থেকে পালানোর পথ খুঁজছে তারা। এসব ষড়যন্ত্র ধোপে টিকবে না। এ সভায় ১৪ দলের শীর্ষ নেতারা এ সভায় উপস্থিত ছিলেন।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি