ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ইউএসএআইডি’র কর্মকর্তা হত্যার তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য

প্রকাশিত : ১৪:০৪, ২৬ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৪:০৪, ২৬ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

ইউএসএআইডি’র কর্মকর্তা জুলহাজ মান্নান হত্যার তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। খুনের তদন্তে সহযোগীতার আশ্বাস দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। আর বাংলাদেশ সরকারকে সুষ্ঠু তদন্তের আহ্বান জানিয়েছেন বৃটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুগো সুইয়ার। হত্যার নিন্দা জানিয়েছেন বৃটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রীও হুগো সুইয়ার। অপরদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জন কিরবিও বাংলাদেশকে সহযোগীতার অঙ্গীকার করেন। একজন আস্থাভাজন সহকর্মী, প্রিয় বন্ধু এবং বাংলাদেশে ব্যক্তির মর্যাদা ও মানবাধিকারের পক্ষে সোচ্চার। কেরির মতে, জুলহাজের হৃদয়ে ছিল বাংলাদেশের চেতনা এবং সহনশীলতা, শান্তি ও বৈচিত্র্যের সুরক্ষায় বাঙালির যে ঐতিহ্য তার প্রতিনিধি ছিলেন তিনি। বাংলাদেশে ইউএসএআইডি’র কর্মকর্তা জুলহাজ মান্নান হত্যাকাণ্ডের তদন্তের সহযোগীতার প্রস্তাব দিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি জানান,  যে ‍বিষয়গুলো জুলহাজের কাছে গুরুত্বপূর্ণ ছিল সেগুলোর প্রতি তারা প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশ ও সারা বিশ্বে সহনশীলতা ও মানবাধিকারের জন্য যারা কাজ করছেন তাদের সবাইকে সহযোগিতা করার অঙ্গীকার রয়েছে বলে জানান তিনি। এদিকে ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জন কিরবি হত্যায় জড়িতদের বিচারের আওতায় আনতে যুক্তরাষ্ট্রের সহযোগিতার প্রস্তাব তুলে ধরেন। তিনি বলেন, সমকামী অধিকারের একজন সাহসী মুখপাত্র ছিলেন জুলহাজ। তার এ হত্যাকাণ্ড অগ্রহণযোগ্য ও ক্ষমার অযোগ্য বলে জানান তিনি।  বিগত হত্যাকাণ্ডের মতো জুলহাজের হত্যার পেছনে কোনো সন্ত্রাসী সংগঠন জড়িত কিনা এ প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো সিদ্ধান্তে পৌঁছানোর আগে তদন্তকারীদের ঠিকমতো কাজ করতে দেয়া উচিত।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি