উপদেষ্টা আসিফের পিএসের দুর্নীতি তদন্তের কোনো উদ্যোগ নেই
প্রকাশিত : ১৩:০৫, ২৫ এপ্রিল ২০২৫

উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এপিএস (সহকারী একান্ত সচিব) মো. মোয়াজ্জেম হোসেনের দুর্নীতি ও পদত্যাগের বিষয়টি মন্ত্রণালয়ের কাছে এখনও তদন্তের আওতায় আনা হয়নি।
শুক্রবার (২৫ এপ্রিল) রাজধানীর ধানমণ্ডির রবীন্দ্র সরোবরে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় সচিব মোহাম্মদ রেজাউল মাকসুদ জাহেদী এ তথ্য জানান। তিনি বলেন, "মন্ত্রণালয় এই বিষয়ে তদন্তের কোনো উদ্যোগ নেয়নি, এবং উপদেষ্টার বাবার লাইসেন্স নেওয়ার বিষয়েও তার কোনো ধারণা নেই।"
এসময় সচিব আরও জানান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় মশক নিধন ও পরিচ্ছন্নতার জন্য বিশেষ অভিযান চালানো হচ্ছে, যাতে জনস্বাস্থ্য রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া যায়।
ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক শাজাহান মিয়া অনুষ্ঠানে বলেন, "ধানমন্ডি এলাকার মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানে সাত শতাধিক কর্মী নিয়োজিত করা হয়েছে, এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নকাজ শুরু হয়েছে।"
এদিকে, ২৪ এপ্রিল দুদকের (দুর্নীতি দমন কমিশন) প্রধান কার্যালয়ে এক ব্রিফিংয়ে দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন জানান, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পিএস মো. মোয়াজ্জেম হোসেন এবং উপদেষ্টা নূরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা (পিও) তুহিন ফারাবির বিরুদ্ধে দুর্নীতি তদন্ত শুরু করেছে দুদক। তাদের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর থেকেই কমিশন এই বিষয়ে অনুসন্ধান চালানোর সিদ্ধান্ত নিয়েছে।
পূর্বে, ২২ এপ্রিল প্রজ্ঞাপন জারি করে যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এপিএস মোয়াজ্জেম হোসেনকে অব্যাহতি দেওয়া হয়। যদিও এই পদক্ষেপ আট এপ্রিলেই নেওয়া হয়েছিল। একই সময়ে, দুর্নীতির অভিযোগে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের পিও তুহিন ফারাবি অব্যাহতি পেয়েছিলেন।
এই ঘটনা সরকারের মধ্যে চলমান দুর্নীতি বিরোধী অভিযানকে আরও জোরালো করেছে, যদিও মন্ত্রণালয়ের তদন্তের ক্ষেত্রে কিছুটা ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে।
এসএস//
আরও পড়ুন