ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

ইউএসটিসি কর্তৃপক্ষের গাফিলতিতে চরম অনিশ্চয়তায় পড়েছে এমবিবিএস কোর্সের শিক্ষার্থীদের ভবিষ্যত

প্রকাশিত : ১৮:১৮, ১৪ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৮:১৮, ১৪ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইউএসটিসি কর্তৃপক্ষের গাফিলতিতে চরম অনিশ্চয়তায় পড়েছে এমবিবিএস কোর্সের শিক্ষার্থীদের ভবিষ্যত। এক সপ্তাহ পর চূড়ান্ত পরীক্ষায় অংশ নেয়ার কথা থাকলেও শিক্ষার্থীরা এখনো বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)’র নিবন্ধন পায়নি। প্রতিবাদে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের নিয়মানুযায়ী এমবিবিএস কোর্সে প্রতিবছর শিক্ষার্থী ভর্তিতে অনুমোদিত আসন অনুযায়ী ৭৫ শতাংশ দেশি এবং ২৫ শতাংশ বিদেশি শিক্ষার্থী ভর্তি করা যাবে। এ নিয়মের কোনো তোয়াক্কা না করে ইউএসটিসি কর্তৃপক্ষ ২৫তম ব্যাচে ১২৫জন শিক্ষার্থীর জায়গায় ভর্তি করা হয় সাড়ে চারশ শিক্ষার্থী। এ কারণেই ২৫ তম ব্যাচ থেকে বন্ধ আছে বিএমডিসির রেজিস্ট্রেশন। এদিকে ২৩ জানুয়ারি শুরু এমবিবিএসের চূড়ান্ত পরীক্ষা। এখনো বিএমডিসির অধিভুক্ত হতে না পারায় চরম অনিশ্চয়তায় শিক্ষার্থীরা। দ্রুত সমস্যা সমাধানের দাবিতে আন্দোলনে নেমেছেন তারা। বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইউএসটিসিতে প্রতিবছর পড়তে আসে বহু শিক্ষার্থী। এ অবস্থায় তারাও চিন্তিত হয়ে পড়েছেন। তবে সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলে জানালেন উপ-উপাচার্য। রেজিস্ট্রেশন আদায়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগের অপেক্ষায় শিক্ষার্থীরা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি