ইভিএম ব্যবহার সংবিধানসম্মত: আইনমন্ত্রী
প্রকাশিত : ১৫:৪৫, ২৫ নভেম্বর ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার সংবিধানসম্মত বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে রোববার (২৫ নভেম্বর) সকালে জেলা জজদের এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রতিষ্ঠানটির মহাপরিচালক বিচারপতি মুসা খালেদ এতে সভাপতিত্ব করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক এবং আরও অনেকে।
এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, সংবিধান যখন লেখা হয়েছে তখন এসব টেকনোলজি ছিল না। সংবিধানে সব কথা লেখা থাকে না। সংবিধানে যেটা লেখা আছে তার আওতায় থেকেই এসব ব্যবস্থা করা হচ্ছে। সে জন্যই এটা সংবিধানসম্মত।
উনাদের (বিএনপি) সাথে সংবিধান প্রণয়ন কমিটির চেয়ারম্যান সাহেব আছেন। তারপরেও উনারা কী করে এসব বক্তব্য দেন। কম্পিউটারে রেজাল্ট দেওয়ার কথাও কিন্তু সংবিধানে নেই।
আরকে//
আরও পড়ুন