ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

ইমরানের ওপর হামলার প্রতিবেদন দাখিল পেছাল  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪৭, ৪ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের ওপর হামলার ঘটনায় করা মামলার প্রতিবেদন দাখিলের সময় পিছিয়েছে।

রাজধানী শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ওই হামলার ঘটনায় আগামী ১ আগস্ট মামলার প্রতিবেদন দাখিলের দিন ধার্য করা হয়েছে।

বুধবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু যথাসময়ে মামলা প্রতিবেদন দাখিল না করায় সম্প্রতি ঢাকা মহানগর হাকিম আহসান হাবীব প্রতিবেদন দাখিলের এ নতুন দিন ধার্য করেন।

উল্লেখ্য, গত বছরের ১৭ আগস্ট সন্ধ্যায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারসহ মঞ্চের কর্মীদের ওপর হামলা চালায় দুষ্কৃতকারীরা। এ সময় ৪-৫ জন আহত হন। হামলার পর রাত সাড়ে ১০টায় গণজাগরণ মঞ্চের কর্মী নাসিরউদ্দিন সোহাগ বাদী হয়ে শাহবাগ থানায় একটি মামলা করেন।

এমএইচ/এসি  

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি