ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

ইসরাইলি রাজনীতিবিদের সঙ্গে বৈঠকের খবর নাকচ করে দিয়েছেন জয়

প্রকাশিত : ১৫:৩৭, ২৯ মে ২০১৬ | আপডেট: ১৫:৩৭, ২৯ মে ২০১৬

Ekushey Television Ltd.

ইসরাইলি রাজনীতিবিদ মেন্দি এল সাফাদির সঙ্গে বৈঠকের খবর নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রীর পুত্র সজিব ওয়াজেদ জয়। গেল শুক্রবার বিবিসি বাংলার অনলাইনে প্রকাশিত এক সাক্ষাতকারে সাফাদি দাবি করেন, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে তার সঙ্গে জয়ের সাক্ষাৎ হয়েছে জয়ের। এমন দাবিকে মিথ্যাচার আখ্যা দিয়ে জয় বলেন, শেখ হাসিনার সরকারকে ক্ষমতাচ্যুত করতেই হহুদিদের সঙ্গে এক হয়ে এমন ষড়যন্ত্র করছে বিএনপি। গেল ৩-৪ বছর ওয়াশিংটনে কোন রাজনৈতিক অনুষ্ঠান এমনকি কারও অফিসেও যাননি বলে জানান তিনি। সম্প্রতি সাফদির সঙ্গে বৈঠকের একাধিক ছবি গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর সরকার উৎখাতের ষড়যন্ত্রে আটক হন বিএনপি নেতা আসলাম চৌধুরী।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি