ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

‘ইসিতে ভিন্ন মত থাকবে, তবে সংখ্যাগরিষ্ঠের মতই আসল’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৬, ১৯ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ১৩:৫৮, ১৯ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ইসিতে ভিন্ন মত থাকবে, তবে সংখ্যাগরিষ্ঠের মতই আসল। একজন কমিশনার কী বললেন তা দেখার বিষয় নয়।’

আজ বুধবার সকালে নোয়াখালীর কবিরহাটে নির্বাচনী প্রচারে তিনি এ কথা বলেন।
দুদিন আগে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছিলেন-কোথাও নির্বাচনের সমতল ক্রীড়াভূমি (লেভেল প্লেয়িং ফিল্ড) নেই। এই বক্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে মন্ত্রী বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে একজন নির্বাচন কমিশনার কী বললেন, তা দেখার বিষয় নয়। এখানে সংখ্যাগরিষ্ঠের মতই আসল।’

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি