ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপ, রাজধানীসহ বিভিন্ন স্থানে বৃষ্টি

প্রকাশিত : ১১:০৬, ২৮ মে ২০১৬ | আপডেট: ১১:০৬, ২৮ মে ২০১৬

Ekushey Television Ltd.

উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে রাজধানীসহ বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। আবহাওয়ার পূর্বাভাস বলছে, লঘুচাপটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অতিক্রম করে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে বিস্তৃত হচ্ছে। এর প্রভাবে রাজধানীর পাশাপাশি রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হচ্ছে। বাতাসের গতিপথ দক্ষিণ-দক্ষিণ পশ্চিম দিকে বইছে। সারাদেশে আকাশ আংশিক মেঘলা আছে। কোথাও কোথাও ঝড়ো বাতাস ও বজ্রপাতসহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে। মে মাসের বাকি দিনগুলো এমনই যেতে পারে বলেও পূর্বাভাস মিলেছে। জুনের শুরুতে বৃষ্টি কমে এলেও গরম তেমন একটা হবে না। আর রমজানেও অসহ্য গরম থাকবে না, সেইসঙ্গে কয়েকদিন পর পর নিয়মিত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদরা আরও বলছেন, পুরোপুরি বর্ষা চলে এলে, সারাদেশেই স্বাভাবিক বৃষ্টি হবে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি