ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫

একাকিত্ব অনুভব করায় সিএমএইচে ভর্তি হলেন এরশাদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৬, ৪ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

একাকিত্ব অনুভব করছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। আর এ জন্য তিনি সোমবার রাতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন।
আজ মঙ্গলবার রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে পার্টির নতুন মহাসচিব মসিউর রহমান রাঙ্গা সাংবাদিকদের একথা জানিয়েছেন।
তিনি বলেন, ‘চেয়ারম্যান বাসায় একাকিত্ব অনুভব করায় সিএমএইচে ভর্তি হয়েছেন। তিনি সেখানে ডাক্তার ও নার্সদের সার্বক্ষণিক পরিচর্চায় রয়েছেন। তিনি সুস্থ আছেন, আমি সকালে তার সঙ্গে দেখা করে এসেছি। আমার সামনে তার ভাই গোলাম কাদের ফোনে কথাও বলেছেন।’

জাপা মহাসচিব আরও জানান, ১০ ডিসেম্বর তার (এরশাদ) সিঙ্গাপুর যাওয়ার কথা রয়েছে। তবে এর আগেও যে কোনো সময় তিনি যেতে পারেন। সেটা নির্ভর করছে চিকিৎসকের পরামর্শের ওপর।
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি