ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

এবারের বাজেট হবে গরীববান্ধব: এনবিআর চেয়ারম্যান

প্রকাশিত : ১৮:৩৬, ৯ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৮:৩৬, ৯ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

NBRএবারের বাজেট হবে গরীববান্ধব। বর্তমান সরকারের ২৫ বছরের পরিকল্পনা নিয়েই এই বাজেট ঘোষণা করা হবে বলে জানিয়েছেন, এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান। সকালে চট্টগ্রাম ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু হলে প্রাক-বাজেট সভায় তিনি একথা বলেন। ২০১৬-১৭ অর্থবছরের বাজেটে শুল্ক ভ্যাট ও আয়কর সংক্রান্ত ১শ’ ৯৮ টি প্রস্তাব নিয়ে চট্টগ্রাম চেম্বারের আয়োজনে প্রাক-বাজেট সংক্রান্ত মতবিনিময় সভার আয়োজন করা হয়। এদিকে প্রাক-বাজেট নিয়ে মতবিনিময় করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারও।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি