ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঐক্যফ্রন্টের ইশতেহার প্রণয়ন কমিটিতে আছেন যারা

প্রকাশিত : ১৮:৩০, ১৩ নভেম্বর ২০১৮ | আপডেট: ১৮:৩১, ১৩ নভেম্বর ২০১৮

বৈঠকে জাতীয় ঐক্যফ্রন্ট নেতারা। আজ মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে। ছবি: সংগৃহীত

বৈঠকে জাতীয় ঐক্যফ্রন্ট নেতারা। আজ মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে। ছবি: সংগৃহীত

Ekushey Television Ltd.

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার তৈরির কাজ শুরু করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। এজন্য জাতীয় ঐক্যফ্রন্ট একটি কমিটি গঠন করেছে। আপাতত ছয়জনকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার বেলা ১১টায় মতিঝিলে ঐক্যফ্রন্ট শীর্ষ নেতা ড. কামাল হোসেনের চ্যাম্বারে অনুষ্ঠিত ফ্রন্টের জৈষ্ঠ নেতাদের বৈঠকে এ কমিটি গঠন করা হয়।

ঐক্যফ্রন্টের দায়িত্বশীল দুই নেতা জানান, ইশতেহার প্রণয়ন কমিটিতে আছেন বিএনপি ঘরানার সাংবাদিক মাহফুজ উল্লাহ, গণফোরাম থেকে আ ও ম শফিক উল্লাহ, নাগরিক ঐক্য থেকে ডা. জাহেদ উর রহমান, জেএসডি থেকে শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, কৃষক শ্রমিক জনতা লীগের অধ্যক্ষ ইকবাল সিদ্দিকী এবং জাতীয় ঐক্য প্রক্রিয়ার ডা. জাফরুল্লাহ চৌধুরী ।

ঐক্যফ্রন্টের একাধিক নেতা জানান, বিএনপি ইতোমধ্যেই ভিশন ২০৩০ ঘোষণা করেছে। এই ভিশনকে সামনে রেখেই ইশতেহার প্রণয়নে বসবে কমিটি। এছাড়া, আরও বিভিন্ন উপায় অবলম্বন করে মানুষের সামনে একটি দায়িত্বশীল ও তরুণদের আগ্রহী করে তোলে, এমন ইশতেহারই ফ্রন্টের লক্ষ্য বলে জানান এসব নেতা।

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি