ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

কক্সবাজারে ৭ বছরের শিশু হত্যা

প্রকাশিত : ১৮:০৫, ২৪ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৮:০৫, ২৪ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

কক্সবাজারের চকরিয়ায় ৭ বছরের শিশুকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছ। ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত। স্থানীয়রা জানায়, মঙ্গলবার বেলা ১১টার দিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রশিদুল ইসলাম বাবু নামের ৭ বছরের ওই শিশুকে কুপিয়ে জখম করে রিদুয়ানুল হক নামের এক ব্যক্তি। হাসপাতালে নেয়ার পর মারা যায় শিশুটি। ঘটনার পরপরই পালিয়ে যায় রিদুয়ানুল। পুলিশ বলছে, হত্যাকারী ব্যক্তি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতা ভুগছেন বলে তারা জেনেছেন। তাকে ধরতে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি