ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫

করোনা প্রতিরোধে কাল থেকে সব বার বন্ধ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫৮, ১৯ মার্চ ২০২০

Ekushey Television Ltd.

বিশ্বের ১৭৫টি দেশের ন্যায় করোনায় ভুগছে বাংলাদেশ। বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করা ভাইরাসটির দ্রুত বিস্তার রোধে ইতিমধ্যে দেশের কয়েকটি স্থানে লক ডাউন ঘোষণা করা হয়েছে।

এবার চলমান সংকট মোকাবেলায় দেশের সব বার আগামিকাল শুক্রবার থেকে বন্ধ থাকবে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালকের পক্ষে উপ-পরিচালক মো. মামুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‌‌‘করোনাভাইরাসজনিত উদ্ভূত পরিস্থিতিতে সব হোটেল বার, রেস্টুরেন্ট বার ও ক্লাব বার আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করা হলো। পরবর্তী পরিস্থিতি বিবেচনা করে করণীয় সম্পর্কে জানানো হবে।’

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক (উত্তর) খুরশীদ আলম গণমাধ্যমকে জানান, ‘করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে প্রথমে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বার মালিকদের চিঠি দেয়া হয়েছিল। কিন্তু বিষয়টির গুরুত্ব বিবেচনায় বার বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে।’ 

এর আগে করোনার প্রকোপ রোধে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের পাশাপাশি পর্যটনকেন্দ্রগুলোতে জনসমাগমে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। 

প্রসঙ্গত, চীন থেকে ছড়িয়ে পড়া ভাইরাসটিতে বাংলাদেশে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৯। এরমধ্যে প্রাণ হারিয়েছেন একজন। আর বিশ্বব্যাপী এখন পর্যন্ত প্রাণহানি ঘটেছে ৯ হাজার ১৭৭ জনের। আক্রান্ত হয়ে চিকিৎসাধীন প্রায় ২ লাখ ১৮ হাজার মানুষ। আর সুস্থ হয়ে ঘরে ফেরার সংখ্যা ৮৪ হাজারেও বেশি। 

এআই/এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি