ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

করোনার চিকিৎসা শেষে ফিরলেন মন্ত্রী বীর বাহাদুর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪৮, ২৪ জুন ২০২০

Ekushey Television Ltd.

কোভিড-১৯  বা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। বুধবার রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা শেষে হেয়ার রোডের সরকারি বাসায় ফেরেন মন্ত্রী।

আজ বুধবার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা নাছির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। 

নাছির উদ্দিন জানান, মন্ত্রীর করোনা টেস্টের রেজাল্ট নেগেটিভ এসেছে। তিনি এখন সুস্থ আছেন। বুধবার তাকে হাসপাতাল থেকে রিলিজ দেয়া হয়েছে।

এর আগে চলতি মাসের ৭ তারিখে করোনাক্রান্ত উশৈসিংকে পার্বত্য চট্টগ্রাম থেকে হেলিকপ্টারে করে ঢাকায় এনে সিএমএইচে ভর্তি করা হয়। 

এমএস/এসি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি