ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

করোনায় আরও এক পুলিশের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৭, ১ মে ২০২০ | আপডেট: ১৪:৩২, ১ মে ২০২০

Ekushey Television Ltd.

মহামারি আকার ধারণ করা করোনাভাইরাসে আরও এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৮টার দিকে রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের সুপার হাসান উল হায়দার।

তিনি জানান, মৃত্যুবরণকারী পুলিশের নাম নাজের উদ্দীন। তার বয়স ৫৫ বছর। তিনি বিশেষ শাখায় (এসবি) উপ-পরিদর্শক (এসআই) হিসেবে দায়িত্বরত করতেন।

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন তিনি। এছাড়া নাজের উদ্দীন অ্যাজমা ও হাইপারটেনশনে ভুগছিলেন বলে জানান হাসপাতালের সুপার হাসান উল হায়দার।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি