ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

করোনায় হিন্দুদের সৎকারে সহায়তা দেবে কল্যাণ ট্রাস্ট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০১, ১৯ এপ্রিল ২০২০

Ekushey Television Ltd.

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে অনেক মানুষই প্রাণ হারাচ্ছে। এ সময় কোনো হিন্দু মারা গেলে তার সৎকারে সহায়তা দেবে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট।
 
আজ রোববার হিন্দু ধর্ম কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়।

ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুব্রত পাল বলেন, মৃত ব্যক্তিদের সৎকারে আমরা পরিবহন ও সার্বিক খরচ বহন করবো। এ জন্য দুটি নাম্বার দেওয়া হয়েছে- ০১৫৫৬৪৬৪৯৮৯ ও ০১৭১৬৫০২১৫৯। এই নাম্বারে যোগাযোগ করলেই সহযোগিতা পাওয়া যাবে।

তিনি বলেন, বাংলাদেশে প্রায় দেড় কোটি হিন্দু ধর্মাবলম্বী বসবাস করছে। আমরা চাই না কোনো প্রাণহানি ঘটুক। কিন্তু তারপরও যদি দুর্ভাগ্যক্রমে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কোনো প্রাণহানি ঘটে, তবে সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সংযুক্ত প্রতিষ্ঠান হিসেবে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট সার্বিকভাবে সহযোগিতা করার সিদ্ধান্ত নিয়েছে।

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি