ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

করোনা রোগীর সেবায় সম্প্রীতি বাংলাদেশের ৮৭ চিকিৎসক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:৪৪, ২৯ এপ্রিল ২০২০ | আপডেট: ০১:০৫, ২৯ এপ্রিল ২০২০

Ekushey Television Ltd.

মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবে দেশে করোনাক্রান্ত সাধারণ মানুষদের চিকিৎসায় পাশে দাঁড়াতে এগিয়ে এসেছে সম্প্রীতি বাংলাদেশ। এমন ক্রান্তিকালে বাই রোটেশন ডিউটি করার প্রত্যয় জানিয়েছেন সম্প্রীতি বাংলাদেশের ৮৭ জন চিকিৎসক।

মঙ্গলবার সংগঠনটি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনা ভাইরাস মহামারী প্রাদুর্ভাবে কোভিড-১৯ রোগীর সুনামি ঠেকাতে চিকিৎসকদের ভূমিকাই অনবদ্য। অন্য  দেশের মতো আমাদের বিশেষজ্ঞরাও ঝাঁপিয়ে পড়েছেন বেশ আগেই। ইতোমধ্যে বহু ডাক্তার সংক্রমণের শিকার। কেউ জীবন দিয়ে ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছেন। সম্ভাব্য ঝুঁকি জেনেও এটিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন ডাক্তারবৃন্দ। বায়ুবাহিত না হলেও এর মারাত্মক দিক যেহেতু হাঁচি-কাশির ফোঁটা থেকে ছড়ানো তাই কেউ কেউ আবার ভয়ও পাচ্ছেন। এমন এক ক্রান্তিকালে বাই রোটেশন ডিউটি করার প্রত্যয় জানিয়েছেন সম্প্রীতি বাংলাদেশের ৮৭ জন চিকিৎসক। 

এতে আরও বলা হয়, ২৪ ঘন্টা তাঁরা সেবা দিয়ে যাবেন। যখন যার প্রয়োজন ফোন করে করোনা মুক্তির উপদেশ ও চিকিৎসা নিতে পারবেন। নিচে তালিকা ও ফোন নম্বর দেয়া হলো।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি