ঢাকা, শনিবার   ১৭ মে ২০২৫

কর্ণফুলী নদী অবৈধ দখলে ক্রমশ সংকুচিত হয়ে পড়ছে

প্রকাশিত : ১৮:৩৯, ১৩ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৮:৪৫, ১৩ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

অবৈধ দখলে ক্রমশ সংকুচিত হয়ে পড়ছে কর্ণফুলী নদী। অবৈধ দখলদারের তালিকায় আছে সরকারী-বেসরকারী প্রায় দু’ হাজার প্রতিষ্ঠান। ইতিমধ্যে এসব প্রতিষ্ঠান উচ্ছেদের নির্দেশে দিয়েছে হাইকোট। এদিকে অবৈধ দখলদারদের উচ্ছেদের জন্যে সমন্বিত উদ্যোগ নেয়ার কথা বলেছেন রাজনৈতিক নেতারা। দেশের আমদানী-রফতানীর ৮০ শতাংশই পরিচালিত হয় কর্ণফুলী নদী তীরে অবস্থিত বন্দরের মাধ্যমে। মাত্র দু’ দশক আগেও ফিরিঙ্গিবাজার ব্রিজঘাট এলাকায় নদীর প্রস্থ  ছিল ৮৭০মিটার। এখন তা এসে দাড়িয়েছে ৪০০মিটারে। বেদখল হয়ে পড়েছে কর্ণফুলীর দুু’পাশে বিস্তির্ণ এলাকা। গড়ে উঠেছে সরকারি-বেসরকারি মালিকানায় শিল্প-কলকারখানাসহ অসংখ্য প্রতিষ্ঠান। আর এতে ক্রমশ: ছোট হয়ে পড়ছে কর্ণফুলীর নদীর অবস্থান। এদিকে ড্রেজিং এর নামে অপরিকল্পিত নদী খননের কারনেও কর্ণফুলী ভরাট হয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। অবৈধ দখল থেকে কর্ণফুলীকে রক্ষায় গণ সচেতনতার পাশাপাশি সকল শ্রেনী-পেশা এবং রাজনৈতিক নেতৃত্বকে সম্পৃক্ত করার কথা বলছেন বিশিষ্টজনেরা। এদিকে কর্ণফুলী দু’তীর দখল করে গড়ে উঠা ২হাজার ১৮১টি প্রতিষ্ঠানকে হাইকোর্টের নিদের্শে উচ্ছেদ করার প্রক্রিয়া চলছে বলে জানান সিটি মেয়র।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি